রাজনগরে দিনব্যাপি নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদ্যাপন
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। ২৬ র্মাচ সোমবার প্রথম প্রহরে পুষ্পর্স্তব অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হয়।
সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, রাজনগর থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনগর প্রেসক্লাব, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, তাতীঁলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, জাতীয় পার্টি, প্রেসক্লাব, জাসদ, জাসদ-ছাত্রলীগ, পল্লী বিদ্যুৎ সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, পূজা উদযাপন পরিষদ, রাজনগর সদর ইউনিয়ন, হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা, মেধা-বিকাশ পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও স্বেচ্ছাসেবী সংগঠন ।
পরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন পাঁচগাঁও, খলাগাঁও এবং পঞ্চেশ্বর গণকবরে পুষ্পস্তব অর্পণ করে। সকাল সাড়ে ৮টার দিকে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা, বেলুন আকাশে উড়ান ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল, রাজনগর থানা অফিসার ইনচার্য শ্যামল বণিক। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কাবস, স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শণ করে। সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের নিকট জাতীয় পতাকা হস্তান্তর করেন।
সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধণা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান, সহকারী কমিশনার (ভূমি) রাখী আহমেদ, রাজনগর থানা অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার সজল কুমার চক্রবর্তী প্রমুুখ। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন। বিকাল বেলা রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সুধি একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দিনের কার্যকর্ম দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য করুন