রাজনগরে দিনব্যাপী জাতীয় শোক দিবস পালন

August 15, 2022,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শহীদদের স্মরণে নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ৪৭ তম জাতীয় শোকদিবসে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন, রাজনগর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে শহীদদের স্মরণ করে। এ উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনগর থানা, উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, রাজনগর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পরে সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল খানের সঞ্চালন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) বাবুল সুত্র ধর , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত,রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, উপজেলা স্বাস্থ কর্মকর্তা আফজালুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদুর রহমান, রাজনগর সরকারী কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সাধারণ আব্দুল্লাহ আল সাম্মু, কলেজ ছাত্রলীগের সভাপতি রাহী খান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দের কাছ থেকে পুরুস্কার গ্রহন করেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাদ যোহর মসজিদ ও মন্দিরে বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত/শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com