রাজনগরে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

April 24, 2017,

রাজনগর সংবাদদাতা॥  রাজনগরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইদিন ব্যাপি ‘৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’ শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর।
সোমবার ২৪ এপ্রিল সকাল ১১ টায় মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আছকির খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব প্রমুখ।
এবারের মেলায় উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। অতিথিরা খুদে শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com