রাজনগরে দুটি দোকানে চুরি সংগঠিত
শংকর দুলাল দেব॥ রাজনগরে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসব দোকানের উপরে টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে ৯৮ হাজার ৫শ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাজনগর সদরের এসব প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, ২৮ জুন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কামাল হোসেন আলভীর মালিকানাধীন আরিফ ফার্মেসী বন্ধ করে বাড়িতে যান। পরদিন ২৯ জুন বুধবার সকাল সাড়ে ৮টায় দোকানে এসে দেখেন ক্যাশবাক্সে থাকা তার ৯৮ হাজার টাকা নেই। পরে খোঁজা খুঁজি করে দেখেন উপরে টিনের চালার পেরেক ও টিন খোলা। একই ভবনে তার পার্শ্ববর্তী ব্যবসায়ী আব্দুল মহিজ রুবেলের মালিকানাধীন রাজীব মেডিকেল হলের নগদ ৫০০ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে রাজনগর থানার এসআই তোফায়েল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরিফ ফার্মেসীর মালিক কামাল হোসেন আলভী জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকান খোলার পর এক ক্রেতাকে ফেরত টাকা দিতে গেলে ক্যাশবাক্সে টাকা না থাকার বিষয়টি নজরে আসে। পরে জানতে পারি আমার পাশের আরেকটি ফার্মেসী থেকেও ৫০০ টাকা নিয়ে গেছে। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে রাজনগর থানার এসআই তোফায়েল আহমদ বলেন, এক ব্যবসায়ী দোকান গুলোতে চুরির বিষয়টি জানানোর পর পর আমরা সেখানে গিয়েছি। দোকানের উপরের টিন পেরেক খুলে চোর ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। দোকান চুরির ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
মন্তব্য করুন