রাজনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

July 9, 2024,

আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (সজেকা) হবিগঞ্জ ও রাজনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে  ৮ জুলাই সোমবার  দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়  উক্ত অনুষ্ঠান  মালার মধ্যে ছিল দুর্নীতি বিরোধী  র‌্যালী, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা,  পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  সুপ্রভাত চাকমা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ একে জিল্লুুল হকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শংকর দুলাল দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুূদক (সজেকা) হবিগঞ্জ অফিসের সহকারী পরিচালক মোঃ সাইফুর রহমান, উপ সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ  জিলাল উদ্দিন, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল অদুদ,কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদা বেগম তরফদার,রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক  জাহাঙ্গীর আহমদ মুহিত ও আব্দুল মোক্তাদির একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ। বিতর্ক অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালিছ উর রহমান উক্ত অনুষ্ঠানে রাজনগরের ১২টি প্রতিষ্ঠানের বিতার্কিকদের আর্থিক প্রণোদনা, শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিতর্কে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com