(ভিডিও সহ) রাজনগরে দূর্ধর্ষ ডাকাতি, ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ১৮ লক্ষ টাকার মালামাল লুট : গুলি বৃদ্ধ ৮ জন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের মিয়ারকান্দি গ্রামে ফ্রান্স প্রবাসী সুলেমান মিয়ার বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের গুলিতে ৮ জন গ্রামবাসি আহত হয়েছেন।শুক্রবার (২৬ মে) রাত ২টার দিকে ডাকাত দল ঘরের দক্ষিন পাশের লোহার গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লোকজনকে ঘুম থেকে ডেকে তোলে অস্ত্রের মূখে জিম্মি একটি কক্ষে হাত-পা বেঁধে আটকে রাখে। এ সময় ডাকাতরা পরিবারের সকলের কাছ থেকে মোবাইল নিয়ে গেলেও একটি মোবাইল নিতে পারেনি। এ সময় ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাসী করে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, মোবাইল সেট সহ প্রায় ১৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।কক্ষে আটক থাকা মোমিনা বেগম মোবাইল ফোনে বড়ভাই সুলেমান মিয়াকে ডাকাতির ঘটনা জানান। এ সময় সুলেমান মিয়া সহ আরো কয়েকজন পার্শবর্তী মসজিদে আসছে রমজান মাসের বৈঠকে ছিলেন। খবর পেয়ে তারা বাড়ির কাছে আসলে, ডাকাত দল এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। ডাকাতে গুলিতে আহতরা হলেন, মুসলিম মিয়া, গফুর মিয়া, লেচু মিয়া, আকদছ মিয়া, শামিম মিয়া, শমছু মিয়া, ফারুখ মিয়া, শামিম আহমদ।
আহতদের প্রথমে উদ্ধার করে রাতে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে আসলে তাদের অবস্থা আশষ্কাজনক হওয়ায় সবাইকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর পেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক ঘটনা স্থল পরিদর্শন করে।
মন্তব্য করুন