রাজনগরে নবনির্মিত কৃষি ভবন উদ্বোধন

July 2, 2022,

শংকর দুলাল দেব॥ রাজনগরে নব নির্মিত কৃষি ভবন উদ্বোধন করা হয়েছে। ২ জুলাই শনিবার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা সদরের সদরঘাট এলাকায় জড়াজীর্ণ কৃষি ভবনে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে অফিসের কার্যক্রম চলছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লেখালেখির পর গত অর্থবছরে সরকার এ ভবন নির্মাণের অনুমোদন দেন। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণের আওতায় গণপূর্ত বিভাগ কর্তৃক ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ওই অর্থবছরের মাঝামাঝি নতুন ভবনের কাজ শুরু হলে চলতি বছর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিতল ভবন নিমার্ণ কাজ সম্পন্ন হয়। ২ জুলাই শনিবার নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (রাজনগর- মৌলভীবাজার) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউ.পি চেয়ারম্যান মিলন বখ্ত, উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, উপ-সহকারী প্রকৌশলী রাজীব আহমদ, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রামলাল রাজভর, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি প্রমূখ।
পরে খরিপ-২/২০২১-২২ অর্থ বছরের রোপা আমন আবাদ ও উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com