রাজনগরে নানান আয়োজনে বাংলা বর্ষবরণ
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী নানান অনুষ্টান মালার মধ্যে দিয়ে ১লা বৈশাখ ১৪২৪বঙ্গাব্দ শুভ নববর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দা সায়রা মহসিন এমপি, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএস পি) রওশনুজ্জামান সিদ্দীকী। উক্ত অনুষ্টানে স্থানীয় শিল্পী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সহধর্মিনীর সুরেলা কন্ঠের গান উপভোগ করেন শত শত শ্রুতা।
১৪ এপ্রিল শুত্রুবার সকাল ১০টায় বৈশাখী সাজে একটি মঙ্গল শুভাযাত্রা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে পান্তা উৎসবের আয়োজন করা হয়।
এদিকে বর্ষবরণ উপলক্ষে টেংরাবাজার ’ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের আয়োজনে বৈশাখী সাজে বর্ণাঢ্য আনন্দ র্যালী, মাধক বিরোধী শিক্ষনীয় মঞ্চনাটক, কৃতিছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের সভাপতি স্বর্ণকমল আচার্য্য সম্পাদক রেজা বকস, সহসম্পাদক অনিক দেব, কোষাাদক্ষ সজিব দাস, মুমিন আহমদে, মুকুল আহমদে সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে ৩জন কৃতি কৃতিছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান এবং ৯০জন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৯০জন গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
মন্তব্য করুন