রাজনগরে নানা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী পালিত
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালন করা হয়েছে।
১৭ মার্চ রবিবার বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, ্সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম খান। এ দিবস উপলক্ষে শিশুদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এর বিষয়বস্তু ছিল আমার বঙ্গবন্ধু, শিশুদের চিত্রাপটে বঙ্গবন্ধুর জীবন ও স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু এদিকে উপজেলা মাল্টিপারপাস হল রুমে উপজেলা প্রশাসনেরর আয়োজনে ও উপজেলা পরিষদের সহযগিতাশ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাজাহান খান।
মন্তব্য করুন