রাজনগরে  নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

April 14, 2025,

আউয়াল কালাম বেগ : রাজনগরে নানা আয়োজনে পালিত  হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৪ এপ্রিল নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বাংলা বর্ষবরণ। দিনটিকে ভিন্ন আংগিতে ফুটিয়ে তুলতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তাদের সহকর্মীদের  নিয়ে  সাপ্তাহব্যাপী নানা প্রস্তুতি নিচ্ছিলেন।

সকাল ১১ টায় উপজেলা প্রশাসন  চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ও নবাগত এসিল্যান্ড ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা।  নতুন দিনের নতুন আলোয় নতুন জীবনগড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” স্লোগানকে সামনে রেখে  বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে সব শ্রেণি পেশার মানুষ। এতে অংশ গ্রহন  করেন  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ শিশু, কিশোর, তরুণ-তরুণী। অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ। শোভাযাত্রাটি উপজেলা শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে  শেষ হয়। পরে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন ছাড়াও গান নিয়ে আসেন উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পী অনিন্দ্য শংকর কর ও তার দল, বৃহত্তর সিলেটের  জনপ্রিয় সংগীত শিল্পী এস ডি শান্ত, শাহ উস্তার আলী, শিউলী খন্দকার ও শাহ ফরমান আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com