রাজনগরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
আউয়াল কালাম বেগ॥ অশুভকে দুরে ঠেলে আগামীকে জয়ের আসাবাদে রাজনগরে
১৪২৪ বাংলাকে বিদায় ও ১৪২৫ বাংলাকে স্বাগত জানিয়ে জমকালো বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বাংলা বর্ষকে বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগটনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে মঙ্গল শোভযাত্রার চমক লাগানো র্যালীসহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করে র্যালী শহরের ভিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা প্রশাসনের আয়োজিত র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছকির খান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাখী আহমেদ ও থানা অফিসার ইনচার্জ শ্যামল বণিক। এদিকে এই প্রথম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় সার্বজনীনভাবে রাজনগরের “মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদ” এর আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়। রাজনগর মুফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদের সভাপতি মো. ইকবালের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মঙ্গল শোভযাত্রার চমক লাগানো র্যালীর মধ্য দিয়ে ১৪ এপ্রিল শনিবার সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলমান ছিল। র্যালী শেষে অধ্যক্ষ মো. ইকবালের সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তাক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাখী আহমেদ ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, ডা. সিদ্ধার্থ দত্ত, যুক্তরাষ্ট্র জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কবি ও লেখক অশিত দেব, আওয়ামীলীগ নেতা ফরজান আহমেদ, মাহমুদুর রহমান, কবি ইন্দ্রজিৎ দেব, পরিষদের সাংগঠনিক সম্পাদক খছরু চৌধুরী, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। তারপর শুরু হয় কুদ্দুছ খলিফার গাজির গান। তার শেষে বয়জৈষ্ঠ আব্দুল কুদ্দুছ চৌধুরী ও মাহমুদুর রহমানের পুথিপাট। সর্বশেষ ছিল জমকালো সংগীতা অনুষ্ঠান তারই ফাঁকে ফাঁকে কবিতা পাঠ করেন ফয়ছল আহমেদ, কবি ইন্দ্রজিৎ দেব, কবি অসিত দেব ও কবি আহমেদ ফয়ছল আজাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম রাজনগরের সংগীত অঙ্গনের অন্যতম সংগঠক নিহার আচার্য্যর উপস্থাপনায় তার দলের শিশু কিশোর শিল্পীবৃন্দের গানের শেষে রাজনগর ডিগ্রি কলেজের ছাত্রী বিলাশী খুদে শিশু শিল্পী বৃষ্টির শুরের মুর্চণায় এলাকা জুরে দেখা দেয় এক অন্যরকম পরিবেশ। সর্বশেষ কন্ঠশিল্পী শিউলী খন্দকার ও এস ডি শান্ত নানান গান পরিবেশন করেন। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার তেলিজুড়ী ও মেদিনীমহল এলাকায়। তারা দু’জন হলেন প্রখ্যাত বাউল শিল্পী। অনুষ্ঠানের মধ্যভাগে রাজনগর উপজেলার বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য ১৩ ব্যক্তিকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদের উদ্যোগে মধ্যান্য ভোজরে আয়োজন করা হয় খবারের অন্যতম উপকরন ছিল বাঙ্গালীর ঐতিহ্যগত জিওল মাছের ঝোল আর আলু এবং শুটকি ভরতা।
মন্তব্য করুন