রাজনগরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

May 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ রাজনগরের ফতেপুরের মুনিয়া ছড়া থেকে নিখোঁজের একদিন পর ফজল মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার ২৫ মে সকালে মুনিয়া ছড়া ফতেপুর অংশে তাঁর লাশ ভেসে উঠলে গ্রামের লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ ধারণা করছো, মঙ্গলবার বিকালে শিরণী খেয়ে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে ফজল মিয়ার মৃত্যু হয়েছে। তিনি ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত ফজল মিয়ার ৪ ছেলে ও ১ মেয়ে থাকলেও দীর্ঘদিন যাবৎ তার সন্তানেরা তাকে একা রেখে মাকে নিয়ে অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছিলেন। নানা রোগে আক্রান্ত ফজল মিয়া চিকিৎসা ও খাওয়া-দাওয়ার অভাবে অপুষ্টিতেও ভুগছিলেন।
বুধবার ২৫ মে সকাল ৯ টায় ছড়ার ফতেপুর অংশে এলাকাবাসী একটি লাশ ভেসে আসছে দেখে ফজল মিয়ার লাশ বলে সনাক্ত করেন। খবর পেয়ে গ্রামের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
নিহত ফজল মিয়ার চাচাত ভাই রকিন আলী জানান, মঙ্গলবার তাদের পুরান বাড়িতে শিরনি খেতে যান। তিনি রোগাক্রান্ত ছিলেন। সেখান থেকে ফেরার পথে ব্রিজ দিয়ে না এসে সঁকো পার হওয়ার চেষ্ঠা করছিলেন। তাকে পরের দিন প্রায় দুই কিলোমিটার দূর শাহবাজপুর এলাকায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হলে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
রাজনগর থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com