রাজনগরে পর্তুগাল প্রবাসীদের উদ্যোগে মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার বিতরণ

আউয়াল কালাম বেগ : রাজনগর উপজেলার মসজিদ মাদরাসায় সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মুসল্লিদের স্বাস্থ্যসম্মত নিরাপদ পানির ব্যবস্থা করতে এ ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছে পর্তুগালে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল’।
রোববার দুপুরে পাঠানটুলা জামে মসজিদে এ অনুষ্ঠান শেষে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৪৮টি মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ও ইমামদের কাছে হস্তান্তর করা হয়।
রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল এর সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সুয়েব উদ্দীনের সভাপতিত্বে ও রাজনগর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বকসের সঞ্চালনায় পানির ফিল্টার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহীন, পাঠানটুলা জামে মসজিদের সেক্রেটারি শামছুল হক খোকন, রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগালের প্রচার সম্পাদক রামিম আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্তুগালে বসবাসরত রাজনগরের প্রবাসীদের নিয়ে এই সংগঠন আত্মপ্রকাশের পর থেকে সাধ্যমতো মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের পাশাপাশি অস্বচ্ছল ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য এই সংগঠন কাজ করেছে। এবার মসজিদ-মাদরাসায় শিক্ষার্থী ও মুসল্লিরা যাতে তৃপ্তি মিটিয়ে সুপেয় পানি পান করতে পারে ব্যাতিক্রমি আয়োজন হিসাবে ফিল্টার বিতরণ করছে। ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে ব্যপকভাবে এ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।
মন্তব্য করুন