রাজনগরে পল্লী বিদ্যুৎ পাওয়ার ট্রান্সফমার নষ্ট-২৭ হাজার গ্রাহকের ভোগান্তি
বিশেষ প্রতিনিধি॥ রাজনগর উপজেলা সদরের পল্লী বিদ্যুতের পাওয়ার ট্রান্সফরমার হঠাৎ করে নষ্ট হওয়ায় উপজেলার প্রায় ২৭ হাজার গ্রাহক বিদ্যুৎ ব্যবহারে চড়ম ভোগান্তিতে পড়েছেন। ১৪ জুন মঙ্গলবার হঠাৎ করে এই পাওয়ার ট্রান্সফরমারটি নষ্ট হওয়ায় কাষ্টমারদের অবশিষ্ট ট্রান্সফরমার দিয়ে গ্রাহকদের সেবা দিলেও লোডশেডিং এর কবলে পড়ে এই রমযান মাসে বহু কষ্টে গৃহে বাস করছেন উপজেলার সাধারণ জনগণ। এমনীতেই দীর্ঘ সময় রোজা পালন ও দাপদাহে মানুষ যখন যখন একটু সস্থি পাবার জন্য বিদ্যুৎতের দিকে তাকিয়ে থাকেন ঠিক তখন অধরা হলো রাজগরের বিদ্যুৎ। রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ওবায়দুল ইসলাম জানান, পাওয়ার ট্রান্সফমার নষ্ট হওয়াতে অবশিষ্ট ট্রান্সফরমার দিয়ে পরিপূর্ণ সেবা দেয়া সম্ভব হচ্ছেনা। ৫/৬দিনের মধ্যে ট্রান্সফমার চালু করা হবে। এদিকে সাধারণ জনগণ জানান, সারাদিন রোজা রেখে সন্ধ্যায় থেকে যখন বিদ্যুৎ ব্যবহার থেকে বঞ্চিত হই তখন মন মেজাজ আর ভাল থাকেনা। তারা দ্রুত নষ্ট হয়ে যাওয়া পাওয়ার ট্রান্সফমারে নতুন একটি ট্রান্সফমার স্থাপনের আহবান জানান।
মন্তব্য করুন