রাজনগরে পাইপগান ও ৩ রাউন্ডগুলিসহ দুই ডাকাত আটক
স্টাফ রিপোর্টার॥ রাজনগর থানা পুলিশ কতৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীফ পাইপগান, ৩ রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
১৬ অক্টোবর সোমবার ভোর রাত ৩:৪৫ মিনিটে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো আব্দুল মালেক (২৭), পিতা- আবুল হোসেন, সাং- শ্রীপুর এবং ইয়াছিন আলী ওরফে কালা বাবুল(৪০), পিতামৃত- মর্তুজ আলী,সাং- চৈতন্যগঞ্জ। উভয় থানা কমলগঞ্জ।
পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে রাজনগর থানার জিডি নং-৮০৪ মূলে উপ পুলিশ পরিদর্শক আলাউদ্দিন, রাজিব হোসেন ও অন্যান্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে রাজনগর ইউনিয়নের মজিদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়ির পশিচ¥ পাশে রাস্তার উপর থেকে দুই জনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড ১২ বোরের কার্তুজ(গুলি) উদ্ধার করা হয়।
এদের মধ্যে আব্দুল মালেকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা নং- ০৬ এবং ০৯ দু’টি কোর্টে বিচারাধীন রয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে ১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় উপপরিদর্শক(এসআই) রাজিব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৫,তারিখ-১৬ অক্টোবর ২০১৭।
মন্তব্য করুন