রাজনগরে পাটানটুলায় দূধর্ষ ডাকাতি
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালঙ্কার সহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করেছে। ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের পাটানটুলা গ্রামের মরহুম কুটি বেগের বাড়িতে।
পারিবারিক সুত্রে জানাযায়, ২১ মে রোবরার রাত অনুমানিক তিনটার দিকে ৬/৭ জন ডাকাত পিছন দিকের দরজার ছিটকারী ভেঙ্গে ঘরে ঢুকে প্রথমে পরিবারের নারী সদসদের অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের চিৎকার শুনে গৃহর্কতা হুমাউন বেগ এগিয়ে আসলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত, মুখ বেধে ফেলে একটি বাতরুমে আটকে রাখে। পরে ৫টি বেড রুম তছনছ করে এবং আলমারীর তালা ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা, সাড়ে ১৫ বরি স্বর্ণ ও ১টি মোবাইল ফোন লুট করে। খবর পেয়ে রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিকের নেতৃত্বে কয়েকজন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সুত্রে আরও জানাযায় ডাকাতির পূর্বে রাত সাড়ে ১২ টায় এলাকার সোয়েব উদ্দিন এবং তার তালতো ভাইকে রাস্তায় পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ২টি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা লুঠ করে তাদের হাত,পা, চুখ ও মুখ বেঁধে প্রায় তিনশ গজ অদুরে মাছুয়া নদীর পাড়ে গাছের সাথে বেঁধে রাখে।
সোয়েব উদ্দিন জানান একজন ডাকাত তাদের পাহারা দিয়ে রাখে। ডাকাতি সম্পন্ন করে পালিয়ে যাবার পর আমরা দুনোজন একে অণ্যকে সহযোগীতা করে বাঁধন খুলে মুক্ত হই।
হুমায়ুন বেগ আরও জানান পুলিশ ঘটনাস্থলে সকাল সাড়ে ছয়টার সময় এসে দেখে আমাদের সান্তনা দিয়েছেন এবং মামলা না করার পরামর্শ দেন। আস্বস্থ করেন দুই/ এক দিনের ভিতরে ভাল একটা ফলাফল দিবেন। এদিকে থানা থেকে এক কিলোমিটার দুরত্বের ব্যবধানে ডাকাতি ঘটনা ঘটায় এলাকায় মানুষের মাঝে আতংক বিরাজ বরছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) শ্যামল বণিক বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং বিষয়টি খুবই গুরুত্বের সহিত তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন