রাজনগরে পুষ্টি উন্নয়নে কর্মশালা
আউয়াল কালাম বেগ॥ সিএনআরএস বাংলাদেশের ‘সূচনা প্রকল্প’র আয়োজনে মৌলভীবাজারের রাজনগনগরে ‘পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা সরকারি শিক্ষক কল্যাণ ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খাঁন।
স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের জেলা সমন্বয়কারী আইপিসি সৌরভ রায় ও প্রজেক্টরের মাধ্যমে অগ্রগতি তুলে ধরেন সূচনা প্রকল্প নিউট্রেশন অফিসার ইমরান মিয়া।
সূচনা প্রকল্প’র জিসিডিও স্বপ্ন নাইডুর সঞ্চালনায় মুক্ত আলোচলায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার শেখ ইফফাত আরা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইউনুছ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোমা ভট্টাচার্য, সূচনা কর্মসূচীর সিনিয়র নিউট্রেশন অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মধুছন্দা দাস, উপকারভোগী তানিয়া বেগম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, যুব উন্নয়ন অফিসার মোঃ সিরাজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল,রাজনগর থানার উপ পরিদর্শক পরিতোষ পাল, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফেরদৌস আহমেদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ , সহসাধারন সম্পাদক ফরহাদ হোসেন ও রাজনগর বার্তা পত্রিকার সম্পাদক আকতার হোসেন সাগর প্রমুখ।
মন্তব্য করুন