রাজনগরে পৌষ সংক্রান্তির পিঠা উৎসবে প্রেসক্লাব সদস্যরা

January 16, 2018,

রাজনগর প্রতিনিধি॥ বাঙালির বারো মাসে তের পার্বণের একটি হলো পৌষ সংক্রান্তি। বাংলা সন পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি উৎসব পালন করা হয়। এদিন বাড়ী বাড়ী পারিবারিক ভাবে পিঠা তৈরির ব্যাপক আয়োজন চলে। ছোট থেকে বড় সবাই চুলার পাশে বসে নানা পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করেন। সেইসঙ্গে যুক্ত হয় পরস্পরের মধ্যে নানা ধরনের গল্প-গুজব আর ঠাট্টা-তামাশা। তেমনি একটি পরিবেশ তৈরি হয় ১৬ জানুয়ারী মঙ্গলবার সোমবার রাতে রাজনগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক ও শিক্ষক শংকর দুলাল দেবের বাড়ীতে। পৌষ সংক্রান্তির দাওয়াতে এক আনন্দময় পিঠা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। নানান জাতের পিঠা ও বিভিন্ন খাদ্য সামগ্রী পরিবেশন করা হয় সে সময়। পিঠা উৎসবে  উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আহমদ, সদস্য আহমদউর রহমান ইমরান,  সৈয়দ ফোয়াদ হোসেন ও শংকর দুলাল দেবের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় দেব। এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ নানান ধরনের গল্প-গুজবের মধ্যে দিয়ে পৌষ সংক্রান্তির পিঠা উৎসব শেষ করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com