রাজনগরে প্রশাসকের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন

July 4, 2017,

রাজনগর প্রতিনিধি॥ উপজেলার উত্তরভাগ ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন জেলা প্রশাসক। উপজেলা প্রশাসন সুত্রে যানাযায়, ৩ জুলাই সোমবার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নিজস্ব  তহবিল থেকে  উত্তরভাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৫০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শহীদুজ্জামান ছালিক, ১২জন ইউ পি সদস্য ও স্থানীয় লোকজন। বিতরনকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল আধা কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি চিড়া ও ৫০০ গ্রাম গুড়ো দুধ।  উল্লেখ্য কয়েক দিনের টানা বর্ষনে ও উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফের বন্যায় কবলিত হয়েছে উত্তরভাগ ইউনিয়নের ১৪টি গ্রাম এগুলো হল হলদিরগুল, নয়াটিলা, ছিক্কাগাও ,কামাল পুর, সুপ্রাকান্দি, খাসগাও, যুগিকোনা, আমনপুর, কেশরপাড়া, সুসামপুর, উম্মরপুর, কান্দিগাও, গালিমপুর ও গোড়াপুর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com