রাজনগরে প্রসবসেবা জোরদার বিষয়ক কর্মশালা
আউয়াল কালাম বেগ॥ মা ও শিশু মৃত্যুহার হ্রাসে মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসবসেবা জোরদার করতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ ফেব্র”য়ারী সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিট।
উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আছকির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মো. কুতুব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্ত্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, এমসিএইচ এর উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. ফাহমিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, গাইনী বিশেষজ্ঞ ডা. হাদী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, ইউপি সদস্য এনামুল হক চৌধুরী, মামুনুর রশীদ, আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ২০১১ সালে প্রতি লাখে মাতৃমৃত্যু হার ছিল ১৯৪ জন। যা ২০১৪ সালে কমে ১৭৬ জনে এসেছে। তবে এই হার আরো কমাতে হবে। এছাড়া ২০১১ সালে ৩২ জন নবজাতক জন্মের সময় মারা যেত। যা ২০১৪ সালে ২৮ জনে নেমে এসেছে। স্থানীয়ভাবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করা গেলে এই হার আরো কমে আসবে। এজন্য জনসচেতনতা বৃদ্ধি ও সেবা সম্পর্কে স্থানীয়ভাবে প্রচারণা বাড়াতে হবে।
মন্তব্য করুন