রাজনগরে ফাইজার টিকা প্রদানের বুথ উদ্বোধন

December 6, 2021,

শংকর দুলাল দেব রাজনগরে ফাইজার টিকা প্রদানের ক্যাম্পেইন উপলক্ষ্যে বুথ উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, শিক্ষক ও সাংবাদিক শংকর দুলাল দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুশীতল পাল, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) প্রবাল চন্দ্র দাশ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিরঞ্জিব দত্ত। রাজনগর স্বাস্থ্য বিভাগ কর্তৃক জানা যায়  এখন পর্যন্ত রাজনগরে করোনা প্রতিরোধে এস্ট্রাজেনেকা ও সিনোফার্মের মোট ৮৩হাজার টিকা প্রদান করা হয়েছে। চলতি ডিসেম্বরের মধ্যে রাজনগরের মোট জনসংখ্যার ৪০ভাগ মানুষকে টিকা প্রদানের টার্গেট রয়েছে। এছাড়াও আপাতত ৬ ডিসেম্বর হতে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ৩শ জন করে ১হাজার ২শ জনকে ফাইজারের টিকা প্রদান করা হবে বলে জানা যায়।

এ ব্যাপারে রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ জানান রাজনগরে কোভিড কালীন সময়ে করোনা প্রতিরোধে সরকার কর্তৃক প্রদেয় এখন পর্যন্ত বিভিন্ন কোম্পানীর প্রায় ৮৩হাজার টিকা প্রদান করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি করোনা প্রতিরোধে টিকা গ্রহণের জন্য রাজনগরের সর্বস্তরের মানুষকে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com