রাজনগরে বদর দিবস উপলক্ষে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার গালফ সেন্টারে খেলাফত মজলিস রাজনগর উপজেলা শাখা এ আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন পরিচালক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল।
খেলাফত মজলিস রাজনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাওছার আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মো:এবাদুল হক তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট মুফাসসীরে কুরআন,শায়খুল হাদীস মাওলানা মশাহিদ আলী কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মো: মুহিবুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান ফুয়াদ,সাবেক উপজেলা সভাপতি মাওলানা ওলীদ আহমদ ও রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।
মন্তব্য করুন