রাজনগরে বন্যায় জ¦রাক্রান্ত আমিরপুরে মেডিকেল ক্যাম্প
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরের জ¦াক্রান্ত আমিরপুরে মেডিকেল ক্যাম্প করেছে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
৯ জুলাই রবিবার সারাদিন ওই এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. উত্তম শর্মার নেতৃত্বে একদল মেডিকেল টিম ক্যাম্প করে। আমিরপর মসুজিদের পাশে স্থাপিত ১২ জনের একটি মেডিকেল টিম ওই গ্রামের ৩৬১জন রুগিকে চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ দেয়া হয়। এ নিয়ে দৈনিক ভোরের ডাক এ প্রকাশিত হলে সেখানে মেডিকেল ক্যাম্প করা হয়।
বন্যাকবলিত এলাকায় কয়েকদিন থেকে বিভিন্ন ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। বিশেষ করে আমিরপুর গ্রামে নারী শিশুসহ অধিকাংশ মানুষ ভাইরাস জ¦রে আক্রান্ত হয়। ডাক্তার স্বল্পতার কারনে প্রয়োজনীয় মেডিকেল টিম করতে পারেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প করা হলেও পাঁচগাঁও ইউনিয়নের ওই গ্রামে কোন মেডিকেল টিম যায়নি। জ¦রের কারণে আমিরপুর গ্রামে দুই দিনের ব্যাবধানে একই পরিবারের তামান্না আখতার (৯) ও রুমা আখতার (১৩) নামে দুই শিশু মারা যায়। বিষযটি উঠে আসে। জ¦রাক্রান্ত আমিরপুর গ্রামে শনিবার মেডিকেল টিম যাওয়ার কথা থাকলেও সেখানো কেউ যায়নি। পরে মৌলভীবাজার সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী রাজনগরে এসে আমিপুর ও বন্যা কবিলিত এলাকার মানুষদের বিভিন্ন রোগ, প্রতিকার ও মেডিকের টিম চালানোর জন্য দিক নির্দেশনা দেন।
গতকাল সকাল থেকে আমিরপুর গ্রামে চালানো মেডিকেল টিমে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. উত্তম কুমার শর্মা, মেডিকেল অফিসার সাদেকুল আলম, সেকমো সোহেল রানা, উজ্জল মিয়া ও মিজানোর রহমান প্রমুখ।
মন্তব্য করুন