রাজনগরে বন্যা পরবর্তি ত্রান তৎপরতা জোরদার

June 24, 2018,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার সরকারি বেসরকারি রাজনীতিক  সামাজিক সেচ্চাসেবি সংগটনের উদ্যােগে ত্রান তৎপরতা অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানাযায় ১৬৫ মেট্রিক টন চাল ও নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা অর্থ বরাদ্ধ দেয়া হয়েছে এ গুলি স্থানীয় চেয়ারম্যানদের তত্বাবধানে ইতোমধ্যে দুর্গতদের হাতে বিতরন করা হচ্ছে। বিতরন কাজে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকতা ফেরদৌসী আক্তার বলেন ত্রান বিতরনে কোন ঘাটতি নেই পর্যাপ্ত পরিমান খাদ্য মওজুদ আছে।  ১৩০০ শ পেকেট ত্রান সামগ্রী টেংরা কামারচাক মনসুরনগর ইউনিয়নের দুর্গতদের মধ্যে বিতরন করা হয়েছে। এসব পেকেটে রয়েছে পাঁচ কেজি চাল ১কেজি তেলসহ অন্যান্য পণ্য সামগ্রী।মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যা কবলিত কামারচাক ইউনিয়নের বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে “হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা”১ম ধাপে ১০০ প্যাকেট বিতরণ করা হয়

(চিড়া, গুড়, মুড়ি ও বিস্কুট)“বন্যার্তদের পাশে আমরা” স্লোগান নিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরগর ও টেংরা ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ করেছে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচ। শত বছরের ও বেশি প্রাচীন এই বিদ্যালয়ের ১৯৯১ সালের শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় ব্যস্ত থাকলেও মানবতাবোধ থেকে এক হয়েছেন দুর্গতদের পাশে দাঁড়াতে।সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কামারচাক ইউনিয়নের কড়াইয়া গ্রামে ত্রান বিতরণ করেছে রাজনগর উপজেলা সহকারী শিক্ষক সমিতি। এসময় তারা ১০০ টি পরিবারকে চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, কেক, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন ও প্যারাসিটামল ট্যাবলেট প্রদান করেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের কড়াইয়া বাজারে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ময়জুল হক, উপজেলা সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রাসেল, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন  বিদ্যালয়ের শিক্ষক। বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

বুধবার সকাল ১১টার দিকে এসএম জাকির হোসাইন কামারচাক ইউনিয়নের মিলের বাজার এলাকায় যান। সেখানে তিনি উপজেলা ছাত্রলীগের আয়োজনে মিলের বাজার, আনন্দপুর, মরিচা, ইসলামপুর, করাইয়াসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছফু আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশারত মিয়া, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, সহসভাপতি জুবেল উদ্দীন,এদিকে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ’র) উপদেষ্টা যুক্তরাজ্যের সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরী ও আহমেদ বখত রতনের সহযোগিতায় ও সিএমএফ’র সভাপতি এমদাদুল হকের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়েছে। কার্যক্রমে নেতৃত্ব দেন সিএমএফ’র সাধারণ সম্পাদক তানভীর আঞ্জুম আরিফ ও মুবিন খান, মুজাহিদ উদ্দিন, তানজিম আহমেদ, তানিম আহমেদ, ফাহিম আহমেদ মিটুন সরকার,স্বপ্নিল দত্ত প্রমুক।

মৌলভীবাজারের রাজনগরে বন্যার্ত ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাজনগর উপজেলা প্রশাসন রবিবার রাত ৮ টার দিকে উপজেলার মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দক্ষিণ খারপাড়া এলাকার মুজিবনগর গুচ্ছগ্রামের ২৪টি পরিবার, ও আশ্রাকাপন এলাকা থেকে এসে আশ্রয় নেয়া ১১টি পরিবারসহ মোট ৫১টি পরিবারের মাঝে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, কয়েল ইত্যাদি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো.নজরুল ইসলাম, রাজনগর পল্লী বিদ্যুতের পরিচালক শাহেদুজ্জামান আনছারী মনাই, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, স্থানীয় ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু।

পরে তারা রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া ১০ টি পরিবারকেও শুকনা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও গতকাল জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি নাসের রহমান কদমহাটা মহলাল আশ্রয় শিবিরে দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করেছেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান কামারচাক ও মনসুরনগর ইউনিয়নে দুর্গতদের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরন করেছেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ মোঃ শফিকুর রহমান ও উপজেলা জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু দুর্গত মানুষের  মাঝে খিছুড়ি আখনি বিতরন করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাস্থ্যদ সেবা আব্যাহত রয়েছে। তাছাড়া উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের তত্বাবধানে বিভিন্ন আশ্রয় শিবিরে মেডিকেল টিম সেবা দিয়ে যাচ্ছে।  কামারচাক ইউনিয়ন পরিদর্শন করে দুর্গত মানুষের চিকিৎসার খোজ খবর নেন মৌলভীবাজারের সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্ণালী দাস। এদিকে ত্রান বিতরন করে রাজনগর ইয়ুথ ডেপলাপমেন্ট ওয়েল ফেয়ার এশোসিয়েশন এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ফুয়াদ হোসেন মুরাদ,  মামুন বখত রাসেল আহমদ জাকারিয়া আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে  কয়েক দিনের টানা বৃস্টি পাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীর পানি বিপদসীমার ১৮০ সে মি উপর দিয়ে প্রবাহিত হয়ফলে কামার চাকের ভোলানগর মনসূরনগরের  কদমহাটায় মনুপ্রতিরক্ষা বাঁধের তিনটি স্থানে ভাঙ্গন দেয় এতে কদমহাটা, শ্বাসমহল, আশ্রাকাপন, মহলাল, দক্ষিন মহলাল, মালিকোনা,চাটুরা,বনমালী পঞ্চেশ্বর, পঞ্চেশ্বর,সরখরনগর, খাসপ্রেমনগর, বরকাপনসহ ১৫টির বেশি গ্রাম প্লাাবিত হয়েছে। টেংরা ইউনিয়নের ভাঙ্গারহাট,সৈয়দ নগর, আকুয়া, আদিনাবাদ, কোনাগাঁওসহ ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। কামারচাক ইউনিয়নের মশাজান, কামারচাক, ভোলানগর, দস্তিদারের চক, ইসলামপুর, জালালপুর, তেঘরি, করাইয়া, মৌলভীরচক, আদমপুর, মেলাগড়, শান্তকুল, পঞ্চানন্দপুর, একাসন্তোষ, হাটিকরাইয়া, চাটিকোনাগাঁও, মুর্তিকোনাসহ ২৫টি গ্রামের মানুষ পানিবন্দি রয়েছেন। এদিকে ছোট ছোট ক্যানেলগুলো দিয়ে বন্যার পানি প্রবেশ করায় রাজনগর সদর ইউনিয়নের দক্ষিন খারপাড়া এলাকার মুজিবনগর গুচ্চগ্রাম তলিয়ে গেছে। পুরো উপজেলায় আকস্মিক এই বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কদমহাটা উচ্চ বিদ্যালয়, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়, মহলাল উচ্চ বিদ্যালয়, কামারচাক বন্যা আশ্রয় কেন্দ্রসহ ১০ টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com