রাজনগরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
আউয়াল কালাম বেগ॥ সারাদেশের মতো রাজনগরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ১৪ এপ্রিল নতুন বছরকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বাংলা বর্ষবরণ। দিনটিকে ভিন্ন আংগিতে ফুটিয়ে তুলতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তাদের সহকর্মীদের নিয়ে সাপ্তাহব্যাপী নানা প্রস্তুতি নিচ্ছিলেন।
সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে রাজনগর- মৌলভীবাজার সদর-৩ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা পুরাতন গ¬ানিকে মুছে ফেলে সুখ, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ নতুন বাংলা বছরের প্রত্যাশায় নতুনকে বরণ করে নিয়েছে সব শ্রেণি পেশার মানুষ। এতে অংশ গ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ শিশু, কিশোর, তরুণ-তরুণী। অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বৈশাখী মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই রাজনগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন (মৌলভীবাজার সদর – রাজনগর)- ৩ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ জিল্লুর রহমান। ওই দিন তিনি ফিতা কেটে উপজেলা শিল্পকলা একাডেমি শুভ উদ্ভোদন করেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
মন্তব্য করুন