রাজনগরে বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

March 14, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ রাজনগরে বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাবের উপজেলা ও সকল ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা ১৩ মার্চ মঙ্গলবার রাজনগর ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক জাকির হোসেন মনিরের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য শামিমা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, শিশুদের কল্যানে বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাবে’র এমন মহতি কাজ নি:সন্দেহে ভূয়সী প্রসংসার দাবীদার। ক্লাবের সেচ্ছাসেবী কার্যক্রমের সাথে জেলা প্রশাসন সর্বদা সম্পৃক্ত থাকবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল, সহকারী কমিশনার (ভূমি) রাখী আহমেদ, রাজনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক।
পরে “দারিদ্রতা বাল্যবিয়ের কারণ” বিষয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ পর্যায়ে দু’টি দল পক্ষে ও বিপক্ষে বির্তক অনুষ্ঠানে অংশগ্রহন করে। বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাবের পক্ষ থেকে উভয় দলকে পুরস্কৃত করা হয়। সেরা বক্তার সম্মাননা স্মারক দেয়া হয় শামিমা ইয়াসমিনকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব রাজনগর উপজেলা শাখার সভাপতি ফয়েজ আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক শাকিল আলী, কুলাউড়া উপজেলা শাখা’র সমন্বয়ক সাংবাদিক ইউসুফ আহমেদ ইমন, জুড়ী উপজেলার সাগরনাল ইউপি সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ, ফুলতলা ইউ.পি সভাপতি বাপ্পন পাল, রাজনগর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খাঁন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com