রাজনগরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
হোসাইন আহমদ॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে মুক্তি পেল দশম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থী।
জানা যায়, ১৩ ফেব্রুয়ারি সোমবার উপজেলার পাঁচ গাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মোঃ আছকর মিয়ার ছেলে নুরুল ইসলাম এর সাথে একই উপজেলার সদর ইউনিয়নের মহাসহ¯্র গ্রামের আব্দুর রশিদ এর মেয়ে রাজনগর আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্রীর বিবাহের দিন ধার্য করে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানিক কাজ চলছিল।
এমতাবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বাল্য বিয়ের খবর পান। পরে তার নির্দেশে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শামীম আলী ইমরান ও রাজনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনা স্থল থেকে মেয়ের বাবা আব্দুর রশিদকে গ্রেফতার করে নিয়ে আসেন এবং বিবাহ পন্ড করে দেন। এদিকে মেয়ের বাবা গ্রেফতারের খবর শুনে বর পক্ষ পালিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবাকে আর্থিক জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না বলে মুছলেখা প্রদান করেন।
এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ঘঁনার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন