রাজনগরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবণের উদ্বোধন

March 20, 2021,

শংকর দুলাল দেব॥ রাজনগর উপজেলার চৌধুরী আছিয়া রহমান একাডেমির নতুন একাডেমিক ভবণের উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ শনিবার প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এই ভবণের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য নেছার আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দল-মত নির্বিশেষে সকলের সুবিধার কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে। গ্রামকে শহর করার লক্ষ্য নিয়ে গ্রামীণ পর্যায়ে মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে নানা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন উপজেলার মনু নদীর উপর খাস প্রেমনগর ঘাট ও শ্যামেরকোনা ঘাট এলাকায় নতুন করে দুটো সেতু এই সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে। চৌধুরী আছিয়া রহমান একাডেমির শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে শীঘ্রই আরেকটি একাডেমিক ভবণের ব্যবস্থা করা হবে। এছাড়া বিদ্যালয়টির খেলার মাঠের মাটি ভরাটের জন্য টিআর অথবা কাবিখা থেকে দুই দফায় বরাদ্দ দেয়া হবে। এলাকার মানুষের সুচিকিৎসার জন্য বিদ্যালয়ের পাশ্ববর্তী মনসুরনগর ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিেিকর ব্যবস্থা করা হবে। বন্যাদুর্গতদের জন্য বন্যা আশ্রয় কেন্দ্র নির্মানেরও ব্যবস্থা করা হবে।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন নজরুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজগোপাল দত্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য তারা মিয়া, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com