রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন
রাজনগর সংবাদদাত॥ রাজনগর উপজেলার শতবর্র্ষে প্রাচীন রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্য রাখেন তিনি। শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে এই ভবনটি নির্মিত হয়েছে।
বুধবার ২০ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আজিজুর রহমান খানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর দুলাল দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, ডা. জিল্লুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির উদ্দেশ্যে বিদ্যালয়টি সরকারীকরণের দাবি সম্বলিত মানপত্র পাঠ করা হয়।
প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসিন এমপি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছে তা শিক্ষা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে প্রতিবছর বাজেট প্রস্তুত করা হয়। শিক্ষা ক্ষেত্রে বর্তমানে যে যুগোপযোগী পরিবর্তন এসেছে তাতে প্রত্যাশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে ঘোষণা করা যাবে। তিনি আরো বলেন, শত বছরের এই প্রাচীন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন গুর”ত্বপূর্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ভাবে তারা সরকারকে সহযোগিতা করছেন। তাই এ বিদ্যালয়টি জাতীয়করণ করার সর্বাত্মক সহযোগিতা আমি করব।
মন্তব্য করুন