রাজনগরে বিদ্যালয়ের ভবণ উদ্বোধন

January 14, 2018,

আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলার মুন্সিবাজারে অর্ধশতাধিক বছরের প্রাচীন খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবণের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর নামে এই ভবণের নামকরণ করা হয়েছে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান আতিথির বক্তব্য রাখেন তিনি। শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যায়ে এই ভবণটি নির্মিত হয়েছে।

শনিবার ১৩ জানুয়ারী সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ছাতির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আছকির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, ওসি শ্যামল বণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী খোকন, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় কান্তি ভট্টাচার্য্য, যুক্তরাজ্য প্রবাসী খায়রুল আনাম খান এনাম, রাজনগর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি ময়নুল ইসলাম, তারাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাকিনুর রশিদ, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল সাম্মু প্রমুখ।অনুষ্ঠানে সৈয়দা সায়রা মহসিন এমপি বলেন, বর্তমান সরকার প্রতিবছর বাজেটে শিক্ষাখাতকে গুরুত্ব দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে পদক্ষেপ নিয়েছে তা এখন সাধারণ মানুষ ভোগ করছে। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com