রাজনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
শংকর দুলাল দেব॥ রাজনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এর উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার ৩১ মে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজনগর স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৮৭ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ‘তামাত নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
৩১ মে বুধবার রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আফজালুর রহমান, ভেটেনারী সার্জন ডাঃ সুমন মিয়া মাসুম, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানার রুবি, রাজনগর ফায়ার স্টেশন অফিসার মোঃ আলী হোসেন, আনসার ও ভিডিপির প্রশিক্ষক চন্দন কান্তি দেব, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক শংকর দুলাল দেব প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বিশ্বের মধ্যে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম, কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, ধান, সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, ছাগল উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, সকল ফল উৎপাদনে ২৮তম।
এক্ষেত্রে বাংলাদেশকে তামাকমুক্ত করে এসব জমিতে মানুষের স্বাস্থ্য বান্ধব ফসলাদির উৎপাদন করলে মানুষের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষি জমির উর্বরতা রক্ষা সহ অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। অন্যদিকে বাংলাদেশে মাদকের ভয়াবহতাও অনেকটা হ্রাস পাবে।
মন্তব্য করুন