রাজনগরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা পুরুস্কার বিতরণ
আউয়াল কালাম বেগ॥ করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে রাজনগরে ৮ মার্চ সোমবার উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল।রাজনগর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক শাহানারা রুবির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার হুসনে আরা তালুকদার অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা, স্কুল শিক্ষিকা নারী নেত্রী। বক্তারা উল্লেখ করেন একজন নারী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। সকল নারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী’কে স্মরণ করে নিজেদের সামনের দিকে এগিয়ে নিয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সারা বিশ্বে নারীদের জন্য দৃষ্টান্ত। এ দিবস উপলক্ষে
আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ এবং কিশোর-কিশোরী ক্লাবের আওতায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও শ্রেষ্ঠ পুরস্কার বিতরণকরা হয়।
মন্তব্য করুন