রাজনগরে বিশ্ব যক্ষা দিবস পালিত

March 25, 2018,

রাজনগর প্রতিনিধি॥ “নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারের রাজনগরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। ইউএসএআইডি ও এসএমসি‘র আর্থিক ও কারিগরী সহযোগিতায় এনজিও সংস্থা সীমান্তিকের ‘নতুন দিন’ কার্যক্রম এবং হীড বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠান উদযাপনে সহযোগিতা করে।
শনিবার ২৪ মার্চ সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যক্ষা রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হক, ডা. দুলাল চন্দ্র বণিক, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, হেল্থ ইন্সপেক্টর শ্রীবাস চন্দ্র পাল, সীমান্তিকের নতুন দিন কার্যক্রমের ডিস্ট্রিক্ট টিম লিডার মো. হুমায়ুন কবীর, রাজনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, চ্যালেঞ্জ টিবি’র ফিল্ড সুপারভাইজার আবু নাইডু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com