রাজনগরে বিশ্ব যক্ষা দিবস পালিত
March 24, 2025,

আউয়াল কালাম বেগ : সারা বিশ্বের ন্যায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস । ২৪ মার্চ রোববার দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল সত্বর শেষ হয়।এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই প্রবাল চন্দ্র দাশ,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: জয়নাল আবেদীন, স্বাস্থ্য সহকারী সৌমিত্র কুমার শর্ম্মা, ক্যাশিয়ার রতন মনি দেব, প্রধান সহকারী, রঞ্জনা দেবী, নার্সিং সুপারভাইজার শেলী খানম, হীড প্রতিনিধি বিপুল গোয়ালা এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন