রাজনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

October 5, 2024,

শংকর দুলাল দেব : রাজনগরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার সকাল ১১টায় উপজেলার মাল্টিপারপাস হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার সূত্রে জানাযায়, “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তথা বিশে^র অন্যান্য দেশের মতো রাজনগরেও বিশ^ শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সদ্য অবসরে যাওয়া গুনী শিক্ষকদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সকাল ১১টায় রাজনগর উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবার (স্কুল, মাদ্রাসা, কারিগরী) সকল শিক্ষকদের নিয়ে উপজেলার পরিষদ মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সুপ্রভাত চাকমা। মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খালিছ উর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জুলফিকার আলম, উপজেলা শিক্ষা অফিসার জনাব শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, মশুরিয়া আলীম মাদ্রাসা সুপার জনাব মাও. আব্দুল লতিফ ও বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল অদুদ। এছাড়াও বক্তব্য রাখেন বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আহমদ মুহিত, সদস্য সচিব জনাব শংকর দুলাল দেব, হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাও. শাব্বির আহমদ, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল হোসেন প্রমুখ।

গত বছরের ন্যায় এবছরও ৪জন গুনী শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন- সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাঞ্চন কুমার দাস, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রবীন্দ্র কুমার দেব, একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব বিমল গুপ্ত চৌধূরী, তারাপাশা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আব্দুল ওয়াহাব আকন্দ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com