রাজনগরে ‘বেগম রোকেয়া দিবস’ পালিত
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ আছকির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস-
চেয়ারম্যান ডলি বেগম, রাজনগর কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ ইকবাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, জয়িতা নার্গিস আক্তার, স্বপনা বেগম, ছামিনা আক্তার। রাজনগর কলেজের রাষ্টবিজ্ঞানের প্রধান শাহানারা রুবির সঞ্চালয়না সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।
আলোচনা শেষে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ এ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলার ৪ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ছামিনা আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নার্গিস আক্তার, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা সাফল্য অর্জনকারী নারী হাসনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় স্বপনা বেগম।
মন্তব্য করুন