রাজনগরে বেসরকারী প্রাথমিক শিক্ষকদের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
রাজনগর প্রতিনধি॥ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণেরর দাবিতে রাজনগরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের চার জেলার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই সমাবেশে অংশগ্রহণ করেন।
১৩ জানুয়ারী শুক্রবার দুপুর ২টার সময় রাজনগর সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ভবনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট বিভাগের সহ-সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহিমা আক্তার, হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ শাহজাহান মিয়া, মৌলভীবাজার জেলা সভাপতি অনুপম সিংহ, হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মো.ঃআব্দুল বাছির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারী সারাদেশের ২৬ হাজার ১শ ৯৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। যেসব বিদ্যালয় ২০১২ সালের ২৬শে জুলাই এর আগে স্থাপিত এবং বিদ্যালয়ের নামে জমি দলিলকৃত রয়েছে সেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে বলা হলেও এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ১শ ৫৯ টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়নি। বিদ্যালয় গুলোর কোমলমতি শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় প্রতিবছর ভালো ফলাফল করছে কিন্তু সরকার প্রদত্ত অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তালিকা প্রেরণ করা হলেও বিদ্যালয় গুলো সরকারীকরণের তালিকার অন্তর্ভূক্ত করা হয়নি। প্রধানমন্ত্রীর ঘোষণায় শিক্ষকরা আশ^স্থ হলেও এখন বিভিন্ন জটিলতায় হতাশা ও দুর্বিষহ জীবনযাপন করছেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকারা। বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণা ও ভ’ক্তভোগি শিক্ষকদের যেিৈক্তক ও ন্যায্য অধিকার দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানিয়েছেন।
মন্তব্য করুন