রাজনগরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের “মহলাল ধনীউড়ি ইউনাইটেড ফাউন্ডেশন (ইউ.কে)” এর আয়োজনে ইউনিয়নভিত্তিক দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন হয়েছে। সোমবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে স্থানীয় মহলাল বাজারের হাসান মার্কেটের সামনে উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখতের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল। মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিছুর রহমান ও ফাউন্ডেশনের স্থানীয় সদস্য সংবাদকর্মী আহমদউর রহমান ইমরানের যৌত সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন এলাকার কৃতি ব্যক্তিত্ব যুগ্ম জেলা জজ মোয়াজ্জেম হোসাইন তারেক, সিলেট মেট্্েরাপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডি.বি) জুবের আহমদ, দৈনিক মানবজমিন পত্রিকার কূটনৈতিক রিপোর্টার মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শাহান আলী রুজেস, তারেক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সৈয়দ আনকার আলী, হুমাউন কবীর প্রমুখ।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের স্থানীয় পরিষদের সদস্য মাওলানা সোলেমান হোসেন। অন্যান্যের মধ্যে ছিলেন রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, সম্পাদক আব্দুন নূর গুলু, ইউপি সদস্য আব্দুর রহিম রেনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সেচ্চাসেবকলীগের সম্পাদক আকমল হোসেন, মুজিবুর রহমান, সৈয়দ ইছকন্দর আলী প্রমুখ।
মেগা ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে ‘দুলাল-রায়হান জুটি’ (বালিসহ¯্র), রানার্সআপ হয়েছে ‘শাকিল এন্ড বাদার্স এমপির বাজার’ (বালিসহ¯্র) ও ৩য় স্থান অধিকার করেছে ‘ফয়ছল জুটি’ (তাহারলামু) । যথাক্রমে প্রাইজমানি ১০ হাজার টাকা, ৬হাজার টাকা ও ৩হাজার টাকা।
উল্লেখ্য যে, মহলাল ধনীউড়ি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে অসুস্থ, কন্যাদায়গ্রস্ত, ঈদের কাপড়, খাদ্য সামগ্রী বিতরণ, গ্রামের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা বৃত্তিসহ গ্রামের উন্নয়নে অনেক কাজ করছে। গ্রামের গরিব-দুঃখি মানুষের পাশে দাড়ানো, শিক্ষা ও বিনোদনে কাজ করা ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
মন্তব্য করুন