রাজনগরে বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের অগ্নিসংযোগ আড়াই লক্ষ টাকার ক্ষতি, ছোট ভাই আটক

July 11, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার রাজখলা গ্রামে বড় ভাইয়ের বসত ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে ছোট ভাই। এতে ঘরের আসবাবপত্র সহ আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত ছোট ভাই সনজিৎ দেবকে (৩৫) আটক করেছে। রবিবার ১০ জুলাই রাত ৮ টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রাজখলা গ্রামের মৃত রতিশ দেবের ছোট ছেলে সনজিৎ দেব পারিবারিক বিরোধের জেরে তার বড় ভাই রনজিৎ দেবের (৪৫) বসত ঘরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, সনজিৎ দেব ৫ বছর আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায়ই সে বড় ভাই রনজিৎ দেবের কাছে মাদক সেবনের জন্য সে টাকা চায়। তার অত্যাচারে অতিষ্ট হয়ে বড় ভাই তার সৎ মা সহ পরিবার পরিজন নিয়ে মৌলভীবাজার শহরে ২ বছর যাবৎ বসবাস করছেন। এই সুযোগে সনজিৎ বড় ভাইয়ের বসত ঘর দখল করে বসবাস করতে শুরু করে। ১ মাস আগে বড় ভাই রনজিৎ দেবের কাছে আবারো নেশা করার জন্য টাকা চাইলে রনজিৎ টাকা দিতে অস্বীকার করে। এতে সে রনজিৎ দেবের উপর ক্ষুব্ধ হয়ে রবিবার রাত ৮ টার দিকে বসত ঘরে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। পরে রাজনগর থানার এসআই হিল্লোল রায়ের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় আগুন লাগানোর ঘটনায় সনজিৎ দেবকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে।
রাজনগর থানার এসআই হিল্লোল রায় জানান, অগ্নিকান্ডের ঘটনায় রনজিৎ দেবের আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে সনজিৎ দেবকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com