রাজনগরে ভাইয়ের হাতে প্রবাসী ভাই খুন

December 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রমজান মিয়া চৌধুরী (৩৫) নামে এক এক প্রবাসী সৎভাইদের হাতে নিহত হয়েছেন।
৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মোকামবাজার থেকে বাড়ি ফেরার পথে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
এব্যাপারে রাজনগর থানায় এখনো মামলা হয়নি। নিহত রমজান মিয়া চৌধুরী ফতেহপুর গ্রামের আব্দুল আজিজ চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মরহুম আব্দুল আজিজ চৌধুরীর ৪টি বিয়ে করেন। সকল স্ত্রীর গর্ভে তার সন্তান রয়েছে।
বেশ কিছু দিন থেকে আব্দুল আজিজ চৌধুরীর ছেলে রমজান মিয়া চৌধুরীর সঙ্গে সৎভাই ছালেক মিয়াসহ অন্যদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে উভয় পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। সম্প্রতি রমজান মিয়া সৌদিআরব থেকে দেশে এলে আবারো সেই বিরোধ মাথাচাড়া দিয়ে উঠে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মোকামবাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। যাওয়ার পথে মুনিয়ারপাড় (ফতেহপুর) ব্রিজের কাছে পৌঁছালে রমজান মিয়া চৌধুরীর সৎভাই ও ভাতিজা ছালেক মিয়া চৌধুরী, মালেক মিয়া চৌধুরীসহ কয়েকজন হামলা চালান।
এতে রমজান মিয়া চৌধুরী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে রাজনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল পরিদর্শনকারী উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, উভয়পক্ষ একই পিতার সন্তান।
জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এছাড়াও জমিজমা নিয়ে বিরোধ নিয়ে উভয়পক্ষের মধ্যে ৯-১০ বছর আগে সংঘর্ষ হয়েছিল। ওই সময় রমজান মিয়া চৌধুরী প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে আহত করেছিলেন।
বিষয়টি আপোসে নিষ্পত্তি হলেও সম্প্রতি রমজান মিয়া চৌধুরী সৌদিআরব থেকে দেশে ফিরলে পুরনো সেই বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। সম্প্রতি উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। লাশ ওসমানীতে আছে। এখনো মামলা হয়নি। পরিস্থিতি সাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com