রাজনগরে ভোক্তার অভিযান, ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আইসক্রীম ও মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ৫ অক্টোবর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে ও রাজনগর থানা পুলিশের সহযোগিতায় পণ্য সামগ্রী, আইসক্রীম ও মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো: শফিকুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আইসক্রীম ও মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সচেতনতামূলক কার্যক্রমে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা, নিষিদ্ধ ষোষিত পণ্য খাদ্য পণ্যের সাথে মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে খেয়াঘাট বাজারে অবস্থিত শাহজাহান সুপার আইসক্রীমকে ৮ হাজার টাকা, স্বাগত মিষ্টিঘরকে ৭ হাজার টাকা, প্রীতি মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য করুন