রাজনগরে ভয়াবহ অগ্নিকান্ড বসতঘর পুড়ে ছাই
শংকর দুলাল দেব॥ রাজনগরে অগ্নিকান্ডে কুয়েত প্রবাসী কনা মিয়ার(৫৫) বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ৩ মার্চ বৃহস্পতিবার উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সীবাজারের খলাগাঁও গ্রামে কুয়েত প্রবাসী কনা মিয়ার(৫৫) বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিন কনা মিয়ার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। বাড়িতে ছিল তাদের ছেলে কাওসার মিয়া (১৮)। ওইদিন সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে টিন সেডের ওই ঘরের উপর ধোঁয়া উড়তে দেখা গেলে স্থানীয়রা গিয়ে দেখেন আগুন লেগেছে। পরে রাজনগর ফায়ার সার্ভিসে খবর দিলে একদল ফায়ার ফাইটার সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ কাওসার মিয়া জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই তার বসতবাড়ির দুইটি টিনশেডের ঘর ও বিভিন্ন আসবাবপত্রসহ সংসারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
রাজনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আলী হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সম্ভবত ফ্রিজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাদের দেয়া তথ্যমতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন