রাজনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

March 26, 2025,

আউয়াল কালাম বেগ : রাজনগরে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংবাদিক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে সকাল ৯টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।

পুলিশ আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

এসময় রেজওয়ানুল হক পিপুল ও ওমর ফারুকের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান ও মুক্তিযোদ্ধের সাবেক  কমান্ডার সজল চক্রবর্তী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com