রাজনগরে মহান স্বাধীনতা দিবস উদযযাপিত
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজনগর উপজেলা প্রশাসনের আযোজনে দিনব্যাপী অনুষ্ঠান মালার অংশ হিসেবে রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ডিসপ্লে ও শরীল চর্চা প্রদর্শন করে। অনুষ্ঠান উপভোগ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এদিকে রাজনগর ইয়ূথ ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্তকরণ ও এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২.০০ ঘটিকার সময় রাজনগন ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনগর ইয়ূথ ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফুয়াদ আহমদ মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক। বিশেষ অতিথি ছিলেন রাজনগর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবি,সমাজ সেবক ফরজান আহমদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহসভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আব্দুর রহমান সোহেল, রাজনগর পল্লী বিদুৎ সমিতির পরিচালক সাইদুজ্জামান আনসারী মনাই, রাজনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিনিওর শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, সাংবাদিক শংকর দুলাল দেব, আহমদউর রহমান ইমরান, মামুন বকস এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ পাপলু , রাসেল আহমদ হাফেজ তোয়াবুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন