রাজনগরে মহিলা কলেজের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

August 26, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
২৬ আগষ্ট শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে কলেজের প্রতিষ্ঠাতা অর্থনীতিবীদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ ছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), মো. নজরুল ইসলাম কয়ছর বৃত্তি ও সঞ্চয় উন্নয়ন সংস্থা (সাস) পৃথক ভাবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে।
কলেজ অধ্যক্ষ মো. ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবীদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক প্রফেসর ড. জাহেদা আহমদ, পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মো. জসীম উদ্দীন আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. আছকির খান। বক্তব্য রাখেন, পাঁচগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মিহির কান্তি দাশ মঞ্জু, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, মামুনুর রশিদ বাবর, খছরু মিয়া চৌধুরী, মুহিদুর রহমান লেবু প্রমুখ। কবিতা পাঠ করেন কবি অসীম দেব।
পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৮ জন শিক্ষার্থীকে ১২ হাজার করে, উন্নয়ন সংস্থার (সাস) পক্ষ থেকে ৩০জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে এবং মো. নজরুল ইসলাম কয়ছর-এর পক্ষ থেকে ১ হাজার টাকা করে পৃথক পৃথক শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com