রাজনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন নিহত

June 10, 2017,

রাজনগর প্রতিনিধি রাজনগরে কাওয়াদীঘি হাওরে মাছ ধরতে গিয়ে আনা মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত হয়েছেন।

৯ জুন শুত্রুবার  বিকালে তার লাশ দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কাওয়াদিঘি হাওরের দীঘলার বন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার পাচঁগাও ইউনিয়নের আমীরপুর গ্রামের হাজী ইসহাক মিয়ার ছেলে আনা মিয়া তার বাড়ির পাশে কাওয়াদীঘি হাওরের দীঘলার বন্দ এলাকায় নৌকা দিয়ে তিনি মাছ  ধরতে যান। মাছ ধরার জাল উঠানোর  সময়  বজ্রসহ বৃষ্টিপাত শুর” হয়। হঠাৎ বজ্রপাতের আঘাতে আনা মিয়া নৌকা থেকে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য জেলেরা নিহত আনা মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে আসেন। বজ্রপাতের সময় নৌকায় থাকা একই গ্রামের জরিফ মিয়ার ছেলে হোসেন মিয়া (২৫) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পাচঁগাও ইউনিয়নের চেয়ারম্যান সামছুন নুর আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আনা মিয়ার বাড়িতে গিয়ে তার লাশ দেখেছি। তার সঙ্গে থাকা হোসেন অল্পের জন্য রক্ষা পেয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com