রাজনগরে মাদকদ্রব্যের ব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

June 8, 2022,

শংকর দুলাল দেব॥ রাজনগরে মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহযোগিতায় ৮ জুন বুধবার দিনব্যাপী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে আজ দেশ রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। দেশকে মাদকমুক্ত করা গেলে উন্নয়নের সুফল আরো বেশি পাওয়া যাবে। তাই নিজের, পরিবারের ও দেশের জন্য মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে নিজেদের সুন্দর জীবন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, জেলার মধ্যে রাজনগর উপজেলায় প্রথম আনুষ্ঠানিক ভাবে মাদক প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়নে আমরা কাজ শুরু করেছি। এসব পরিকল্পনা কার্যকর করার দায়িত্ব সকলের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাবলু সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হক, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত। এসময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com