রাজনগরে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন নিয়ে এ্যাডভোকেসী সভা
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং পরিবার পরিকল্পনা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে সোশ্যাল মার্কেটিং কোম্পানী ও ইউএসএআইডি এর সহযোগিতায় এবং সীমান্তিক ‘নতুন দিন’ কর্মসূচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আছকির খান। বিশেষ অতিথি ছিলেন সীমান্তিকের সিলেট বিভাগীয় প্রকল্প ম্যানেজার মো. এমদাদ হোসেন।
সীমান্তিকে জেলা টিম লিডার মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উত্তম কুমার শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সজল চক্রবর্তী, উপজেলা কাজি সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক আহমদউর রহমান ইমরান প্রমুখ। অন্যান্যের মধ্যে ছিলেন, সিলেট প্রোগ্রাম অফিসার (মনিটরিং) সাইদুল হক, রাজনগরের ফিল্ড সুপারভাইজার সুমন উদ্দীন চৌধুরী।
মন্তব্য করুন