রাজনগরে মুক্তিযোদ্ধার মৃত্যু, পরিবারের ভিন্ন দাবী

February 26, 2017,

রাজনগর সংবাদদাতা॥ রাজনগরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. শামছু মিয়া (৬৫) হৃদরোগে আক্রন্ত হয়ে মারা গেছেন।
২৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তবে, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি তাকে অভিযুক্ত করলে এক নেতা তার কাছে মোটা অংকের টাকা চাওয়ায় তিনি হৃদরুগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার পরিবারের লোকজন দাবী করছেন।
জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম খাসমহল গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. শামছু মিয়া ২২ ফেব্রুয়ারী বুধবার হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধিন থাকারপর শনিবার দুপুরে তিনি মারা যান। এদিকে মুক্তিযোদ্ধা মো. শামছু মিয়ার পরিবার তার মৃত্যুর জন্য এক মুক্তিযোদ্ধা নেতাকে দায়ী করছেন। সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি রাজনগরের ৮জন মুক্তিযোদ্ধাকে (অমুক্তিযোদ্ধা হিসেবে) অভিযুক্ত করে রিপোর্ট দিয়েছে। এতে তার নামও রয়েছে। এজন্য তিনি কয়েকদিন থেকে দৌড়ঝাপে ছিলেন। এসময় সব ঠিক করে দিবেন বলে এক নেতা তার কাছে মোটা অংকের টাকা দাবী করেন। এতে তিনি বেশ চিন্তায় ছিলেন। এ কারনেই তিনি হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে দাবী করছেন পরিবারের সদস্যরা।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, শামছু মিয়া অভিযুক্ত হলেও তা এখনো প্রমানিত হয়নি। এজন্য রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com