রাজনগরে মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহ্তৃ প্রাইভেট কারসহ ছিনতাইকারী গ্রেফতার
আউয়াল কালাম বেগ॥ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহ্তৃ প্রাইভেট কারসহ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ।
২৪ ডিসেম্বর রোববার দুপুরে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে থানায় প্রেসব্রিফিং করেন রাজনগর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক। প্রেস ব্রিফিংকালে রাজানগর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, গত ২২ ডিসেম্বর প্রান্তিক বনিক (১৮), পিতা- অঞ্জন বনিক, গ্রাম- মাধবপুর পৌরসভা ০৭নং ওয়ার্ড, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ তার বন্ধু জীবন গোস্বামীকে সাথে করে নিয়ে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার হতে সিলেট যাওয়ার সময় সন্ধ্যা ৬.২০ ঘটিকায় তারা রাজনগর থানাধীন হাজী জরিফ মিয়া ফিলিং ষ্টেশনের সামনের সড়কে আসা মাত্র ঢাকা মেট্রো-গ-১৫-৩৫৫৯ রেজিস্টেশনের একটি লাল রংয়ের প্রাইভেটকার যোগে মোট ০৪জন ছিনতাইকারী তাদের গতি রোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। মারধরের ছিনতাইকারীরা জীবন গোস্বামীর স্মার্ট মোবাইল সহ মানিব্যাগ এবং প্রান্তিক বনিকের কাছে থাকা নগদ ২৮,০০০/- এবং একটি মোটরসাইকেল ছিনতাই করে মৌলভীবাজার এর দিকে চলে যায়। পরবর্তীতে প্রান্তীক বনিক প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে ১. ইসমাইল খলিল সোহাগ(২৫), পিতা- মৃত এম এ খলিল আব্দুল্লাহ (মুক্তি), গ্রাম- পুরাতন হাসপাতাল রোড, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার, ২. শাকিল আহমেদ(২৩), পিতা- মৃত রমজান মিয়া, গ্রাম- নিধির মহল, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজারসহ আরোও অজ্ঞাতনামা ০২ জনের বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ করেন উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাজনগর থানার মামলা করেন। এসআই মো: সওকত মাসুদকে মামলার তদন্তকারী অফিসার নিয়োগ করা হয়।
মামলা রুজু পরবর্তী মৌলভীবাজারের পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ৮.৪৫ ঘটিকার সময় ডিজিটাল প্রযুক্তি সহায়তায় এজাহারনামীয় আসামী শাকিল আহমেদ(২৩), পিতা- মৃত রমজান মিয়া, গ্রাম- নিধির মহল, থানা- সদর, জেলা-মৌলভীবাজারকে তার বসতবাড়ী হতে গ্রেফতারসহ ঢাকা মেট্রো-গ-১৫-৩৫৫৯ রেজিস্টেশনের প্রাইভেটকারটিও তার হেফাজত হতে উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী শাকিল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত ১০.১০ ঘটিকার সময় ছিনতাইয়ের ঘটনায় জড়িত শুকতার মিয়া (২৬), পিতা- মুহিম উদ্দিন, গ্রাম- কদমহাটা, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। এছাড়াও ২৩ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ২৪/১২/২০২৩ খ্রি; রাত ১২.৫০ ঘটিকার সময় এজাহারনামীয় আসামী ইসমাইল খলিল সোহাগকে গ্রেফতারের লক্ষে মৌলভীবাজার সদর থানাধীন জগন্নাথপুর সাকিনের মেসার্স মাজ সিএনজি ফিলিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে বাদীর ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।
অন্যান্য পলাতক আসামীসহ নগদ অর্থ, মোবাইল সেট উদ্ধারে থানা পুলিশ তৎপর রয়েছে বলে জানান রাজনগর থানা অফিসার ইনচার্জ।
মন্তব্য করুন